আজকাল ওয়েবডেস্ক: নিট পেপার লিক কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হল আরও ৫ জনকে। বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা এদেরকে দেওঘর, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে। এর আগে ১৩ জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন পরীক্ষার্থী রয়েছেন। ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ১৮। ধৃতদের সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য পাটনা নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রাঁচি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নাম অবদেশ কুমার এবং তাঁর ছেলে অভিষেক। পরে অবদেশ জানায়, সিকন্দরকে সে ৪০ লক্ষ টাকা দিয়েছিল।